আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩১৭
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১৩১৭. হযরত উম্মে বুজায়দ (রা) থেকে বর্ণিত যে, তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ্! মিসকীন এসে আমার দ্বারে দাঁড়ায়; কিন্তু তাকে দেয়ার মত কিছুই আমি পাই না। রাসূলুল্লাহ্ (সা) তখন তাঁকে বললেন, তুমি যদি পুড়ে যাওয়া খুর ছাড়া আর কিছুই না পাও, তাহলে এটিই তার হাতে তুলে দেবে।
(হাদীসটি তিরমিযী ও ইব্ন খুযায়মা বর্ণনা করেছেন।
ইব্ন খুযায়মার এক বর্ণনায় অতিরিক্ত রয়েছে, "তোমরা যাচনাকারীকে ফিরিয়ে দিও না- যদি একটি আগুনে পোড়া খুরও হয়।" ইব্ন হিব্বানও তাঁর 'সহীহ্' গ্রন্থে বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ।)
(হাদীসটি তিরমিযী ও ইব্ন খুযায়মা বর্ণনা করেছেন।
ইব্ন খুযায়মার এক বর্ণনায় অতিরিক্ত রয়েছে, "তোমরা যাচনাকারীকে ফিরিয়ে দিও না- যদি একটি আগুনে পোড়া খুরও হয়।" ইব্ন হিব্বানও তাঁর 'সহীহ্' গ্রন্থে বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1317 - وَعَن أم بجيد رَضِي الله عَنْهَا أَنَّهَا قَالَت يَا رَسُول الله إِن الْمِسْكِين ليقوم على بَابي فَمَا أجد لَهُ شَيْئا أعْطِيه إِيَّاه فَقَالَ لَهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لم تجدي إِلَّا ظلفا محرقا فادفعيه إِلَيْهِ فِي يَده
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن خُزَيْمَة
وَزَاد فِي رِوَايَة لَا تردي سَائِلك وَلَو بظلف محرق
وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن خُزَيْمَة
وَزَاد فِي رِوَايَة لَا تردي سَائِلك وَلَو بظلف محرق
وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح


বর্ণনাকারী: