আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩১৬
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১৩১৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: এক দিরহাম একলক্ষ দিরহামের উপর অগ্রগামী হয়ে গেল। জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল। এটি কিভাবে হয়? তিনি বললেন, (মনে কর) কোন ব্যক্তির প্রচুর সম্পদ রয়েছে, সে সেখান থেকে এক লক্ষ দিরহাম দান করল। আর এক ব্যক্তির মাত্র দুটি দিরহাম রয়েছে, সে সেখান থেকে এক দিরহাম দান করল।
(হাদীসটি নাসাঈ, ইব্ন খুযায়মা ও ইব্ন হিব্বান তাঁর 'সহীহ'-এ বর্ণনা করেন। বর্ণিত শব্দসমূহ ইবন হিব্বানের। হাকিমও হাদীসটি বর্ণনা করেন এবং তিনি বলেন, এটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ্।)
(হাদীসটি নাসাঈ, ইব্ন খুযায়মা ও ইব্ন হিব্বান তাঁর 'সহীহ'-এ বর্ণনা করেন। বর্ণিত শব্দসমূহ ইবন হিব্বানের। হাকিমও হাদীসটি বর্ণনা করেন এবং তিনি বলেন, এটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ্।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1316 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَيْضا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سبق دِرْهَم مائَة ألف دِرْهَم فَقَالَ رجل وَكَيف ذَاك يَا رَسُول الله قَالَ رجل لَهُ مَال كثير أَخذ من عرضه مائَة ألف دِرْهَم تصدق بهَا وَرجل لَيْسَ لَهُ إِلَّا دِرْهَمَانِ فَأخذ أَحدهمَا فَتصدق بِهِ
رَوَاهُ النَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ النَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
