আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩০০
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১৩০০. হযরত বুয়ায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: মানুষের সামান্য দানও সত্তরটি শয়তানের চোয়ালে আঘাত হেনে থাকে।
(আহমদ, বাযযার, তাবারানী, ইব্‌ন খুযায়মা, হাকিম ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন,
হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তে সহীহ। ইমাম বায়হাকী হাদীসটি আবু যর (রা) থেকে 'মাওকূফ' সূত্রে বর্ণনা করেছেন। আবু যর (রা) বলেন, দান সত্তরটি শয়তানের চোয়ালে আঘাত করে, তারা সবাই দান করতে বারণ করে থাকে।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1300 - وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يخرج رجل شَيْئا من الصَّدَقَة حَتَّى يفك عَنْهَا لحيي سبعين شَيْطَانا

رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَتردد فِي سَماع الْأَعْمَش من بُرَيْدَة وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرطهمَا وَرَوَاهُ الْبَيْهَقِيّ أَيْضا عَن أبي ذَر مَوْقُوفا عَلَيْهِ قَالَ مَا خرجت صَدَقَة حَتَّى يفك عَنْهَا لحيا سبعين شَيْطَانا كلهم ينْهَى عَنْهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩০০ | মুসলিম বাংলা