আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২৯৯
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১২৯৯. হযরত মায়মুনা বিনতে সা'দ (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেছিলেন: ইয়া রাসূলাল্লাহ্ (সা) দান সম্পর্কে আমরাদেরকে কিছু বলুন! তিনি বললেন: যারা পূণ্যলাভ ও মহান আল্লাহর সন্তুষ্টির আশায় দান করে, তাদের জন্য এ দান জাহান্নাম থেকে অন্তরায় হয়ে থাকে।
(তাবারানী।)
(তাবারানী।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1299 - وَرُوِيَ عَن مَيْمُونَة بنت سعد أَنَّهَا قَالَت يَا رَسُول الله أَفْتِنَا عَن الصَّدَقَة فَقَالَ إِنَّهَا حجاب من النَّار لمن احتسبها يَبْتَغِي بهَا وَجه الله عز وَجل
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ
বর্ণনাকারী: