আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৯৯
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১২৯৯. হযরত মায়মুনা বিনতে সা'দ (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেছিলেন: ইয়া রাসূলাল্লাহ্ (সা) দান সম্পর্কে আমরাদেরকে কিছু বলুন! তিনি বললেন: যারা পূণ্যলাভ ও মহান আল্লাহর সন্তুষ্টির আশায় দান করে, তাদের জন্য এ দান জাহান্নাম থেকে অন্তরায় হয়ে থাকে।
(তাবারানী।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1299 - وَرُوِيَ عَن مَيْمُونَة بنت سعد أَنَّهَا قَالَت يَا رَسُول الله أَفْتِنَا عَن الصَّدَقَة فَقَالَ إِنَّهَا حجاب من النَّار لمن احتسبها يَبْتَغِي بهَا وَجه الله عز وَجل

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৯৯ | মুসলিম বাংলা