আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২৯৮
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১২৯৮. হযরত হাসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) হাদীসে কুদসীতে বলেছেন যে, আল্লাহ্ বলেনঃ হে আদম সন্তান! তোমার সম্পদ ভাণ্ডার থেকে কিছু অংশ আমার নিকট গচ্ছিত রেখে দাও! তোমার এ সম্পদ আগুনে পুড়ে, পানিতে ডুবে অথবা চুরির কারণে বিনষ্ট হবে না। যে দিন তোমার এ সম্পদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, সেদিন আমি তার প্রতিদান তোমাকে দেব।
(হাদীসটি তাবারানী ও বায়হাকী বর্ণনা করেছেন। ইমাম বায়হাকী বলেন, হাদীসটি মুরসাল। ইতিপূর্বে আমরা ইব্ন উমর (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত হাদীসে উল্লেখ করেছি যে, তিনি বলেছেন: নিশ্চয়ই আল্লাহ্, যখন কোন বস্তু তাঁর কাছে গচ্ছিত রাখা হয়, তখন তিনি তার হিফাযত করেন।)
(হাদীসটি তাবারানী ও বায়হাকী বর্ণনা করেছেন। ইমাম বায়হাকী বলেন, হাদীসটি মুরসাল। ইতিপূর্বে আমরা ইব্ন উমর (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত হাদীসে উল্লেখ করেছি যে, তিনি বলেছেন: নিশ্চয়ই আল্লাহ্, যখন কোন বস্তু তাঁর কাছে গচ্ছিত রাখা হয়, তখন তিনি তার হিফাযত করেন।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1298 - وَعَن الْحسن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِيمَا يروي عَن ربه عز وَجل أَنه يَقُول يَا ابْن آدم أفرغ من كَنْزك عِنْدِي وَلَا حرق وَلَا غرق وَلَا سرق أوفيكه أحْوج مَا تكون إِلَيْهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَقَالَ هَذَا مُرْسل وَقد روينَا عَن ابْن عمر عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ إِن الله إِذا استودع شَيْئا حفظه
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَقَالَ هَذَا مُرْسل وَقد روينَا عَن ابْن عمر عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ إِن الله إِذا استودع شَيْئا حفظه


বর্ণনাকারী: