আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৯৫
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১২৯৫. হযরত উকবা ইব্‌ন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছি যে, হাশরের ময়দানে বিচারকালে প্রত্যেক ব্যক্তিই নিজের দানের ছায়ায় আশ্রয় গ্রহণ করে থাকবে।
ইয়াযীদ বলেন, আবুল খায়ের মারসাদ এ জন্যই প্রতি দিন কিছু না কিছু দান করতে ভুলতেন না। বেশি না হলে অন্তত একটি বিস্কুট অথবা একটি পিঁয়াজ।
(হাদীসটি আহমদ, ইব্‌ন খুযায়মা, ইব্‌ন হিব্বান তাঁদের 'সহীহে' এবং হাকিম থেকে বর্ণিত। হাকিম বলেন, ইমাম মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহীহ।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1295 - وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول كل امرىء فِي ظلّ صدقته حَتَّى يقْضى بَين النَّاس
قَالَ يزِيد فَكَانَ أَبُو الْخَيْر مرْثَد لَا يخطئه يَوْم إِلَّا تصدق فِيهِ بِشَيْء وَلَو بكعكة أَو بصلَة

رَوَاهُ أَحْمد وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৯৫ | মুসলিম বাংলা