আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৯৪
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১২৯৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: জনৈক ব্যক্তি অর্পণ করলো। সকালবেলা লোকেরা বলাবলি করতে লাগলো, আজ রাতে একজন চোরকে অর্থ দান করা হয়েছে। লোকটি বলল: হে আল্লাহ্! চোরের হাতে দানের অর্থ দিয়েছি, তবুও তোমারই যাবতীয় প্রশংসা। সে আবার তার দানের অর্থ নিয়ে বেরিয়ে পড়ল এবং জনৈকা ব্যভিচারিণীর হাতে তা অর্পণ করলো। সকালে লোকেরা বলাবলি করতে লাগল যে, আজ রাতে জনৈকা ব্যভিচারিণীকে অর্থ দান করা হয়েছে। লোকটি বলল: হে আল্লাহ্! আমার দানের অর্থ ব্যভিচারিণীর হাতে গিয়ে পড়লেও তোমার প্রশংসা আদায় করছি। আজ আবারও আমি কিছু দান করবো। তারপর সে ব্যক্তি দানের অর্থ নিয়ে বেরিয়ে পড়ল এবং জনৈক ধনী ব্যক্তির হাতে তা অর্পণ করলো। সকালবেলা লোকেরা বলাবলি করতে শুরু করলো: আজ রাতে জনৈক ধনী ব্যক্তিকে অর্থ দান করা হয়েছে। লোকটি বলল: হে আল্লাহ্! চোর, ব্যভিচারিণী ও ধনীর হাতে দানের অর্থ গেলেও তোমারই প্রশংসা। তারপর কেউ একজন (স্বপ্নে) এসে তাকে বললোঃ চোরকে যে অর্থ দান করেছ এরদ্বারা হয়ত সে চুরি থেকে বিরত থাকবে, ব্যভিচারিণী হয়ত ব্যভিচার থেকে ফিরে আসবে আর ধনী ব্যক্তিটি হয়ত শিক্ষা গ্রহণ করবে ও আল্লাহ্ প্রদত্ত সম্পদ থেকে নিজেও দান করবে।
(হাদীসটি বুখারী বর্ণনা করেছেন। শব্দমালা বুখারীর। মুসলিম ও নাসাঈর বর্ণনায় এ কথাটি অতিরিক্ত রয়েছে যে, "স্বপ্নযোগে তাকে বলা হলো, তোমার দান আল্লাহর দরবারে গৃহীত হয়েছে।" অতঃপর তিনি পূর্ণ হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1294 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قَالَ رجل لأتصدقن بِصَدقَة فَخرج بِصَدَقَتِهِ فوضعها فِي يَد سَارِق فَأَصْبحُوا يتحدثون تصدق اللَّيْلَة على سَارِق فَقَالَ اللَّهُمَّ لَك الْحَمد على سَارِق لأتصدقن بِصَدقَة فَخرج بِصَدَقَتِهِ فوضعها فِي يَد زَانِيَة فَأَصْبحُوا يتحدثون تصدق اللَّيْلَة على زَانِيَة
قَالَ اللَّهُمَّ لَك الْحَمد على زَانِيَة لأتصدقن بِصَدقَة فَخرج بِصَدَقَتِهِ فوضعها فِي يَد غَنِي فَأَصْبحُوا يتحدثون تصدق اللَّيْلَة على غَنِي
قَالَ اللَّهُمَّ لَك الْحَمد على سَارِق وزانية وغني فَأتي فَقيل لَهُ أما صدقتك على سَارِق فَلَعَلَّهُ أَن يستعف عَن سَرقته وَأما الزَّانِيَة فلعلها أَن تستعف عَن زنَاهَا وَأما الْغَنِيّ فَلَعَلَّهُ أَن يعْتَبر فينفق مِمَّا أعطَاهُ الله

رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم وَالنَّسَائِيّ وَقَالا فِيهِ فَأتي فَقيل لَهُ أما صدقتك فقد تقبلت ثمَّ ذكر الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৯৪ | মুসলিম বাংলা