আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৯৩
অধ্যায়ঃ সদকা
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১২৯৩. মালিক (র) বলেন, আমি শুনেছি যে, একবার উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা)-এর সামনে কিছু আংগুর ছিল, এমন সময় জনৈক মিসকীন এসে খাবার চাইল। তখন তিনি জনৈক ব্যক্তিকে বললেনঃ ওকে একটি আংগুর দিয়ে দাও। লোকটি আশ্চর্যান্বিত হয়ে হযরত আয়েশা (রা)-এর দিকে তাকিয়ে রইল। তখন হযরত আয়েশা (রা) বললেন: কেন আশ্চর্যবোধ করছ? তমি কি হিসাব করে দেখেছ এই আংগুর দানাটিতে কতগুলো অণু (যাররাহ) হবে? আল্লাহতো প্রতিটি অণুর (যাররাহ-এর) বিনিময়ে পুণ্য দান করে থাকেন।
(হাদীসটি মুয়াত্তায় সনদবিহীনভাবে বর্ণিত।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1293 - قَالَ مَالك وَبَلغنِي أَن مِسْكينا استطعم عَائِشَة أم الْمُؤمنِينَ رَضِي الله عَنْهَا وَبَين
يَديهَا عِنَب فَقَالَت لإِنْسَان خُذ حَبَّة فأعطه إِيَّاهَا فَجعل ينظر إِلَيْهَا ويعجب فَقَالَت عَائِشَة رَضِي الله عَنْهَا أتعجب كم ترى فِي هَذِه الْحبَّة من مِثْقَال ذرة
ذكره فِي الْمُوَطَّأ هَكَذَا بلاغا بِغَيْر سَنَد
tahqiqতাহকীক:তাহকীক চলমান