আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৯২
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১২৯২. মালিক (র) হযরত আয়েশা (রা) থেকে এ মর্মে অবগত হন যে, হযরত আয়েশা (রা)-এর নিকট একদিন জনৈক মিসকীন এসে সাহায্য চাইল। ঐ দিন তিনি রোযাদার ছিলেন এবং ঘরে মাত্র একটি রুটি ছিল। তিনি দাসীকে বললেন: একে এটিই দিয়ে দাও! দাসী বলল: তাহলে তো আপনার ইফতারের জন্য আর কিছুই থাকবে না। তিনি বললেন: তুমি এটি দিয়ে দাও! তিনি বললেন: দাসী তাই করল। তারপর যখন আমরা সন্ধ্যাবেলায় উপনীত হলাম, তখন আহলে বায়তের কেউ অথবা কোন লোক হযরত আয়েশা (রা)-এর ঘরে একটি ছাগল ও এর সাথে আরো কিছু খাদ্য সামগ্রী পাঠিয়ে ছিল, যা অন্য কোন সময় তাঁর জন্য হাদিয়া স্বরূপ আসত না। (হযরত আয়েশা (রা) তখন দাসীকে ডেকে বললেন: এখান থেকে খাও, এটিতো তোমার রুটির চেয়ে উত্তম।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1292 - وَعَن مَالك رَحمَه الله أَنه بلغه عَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن مِسْكينا سَأَلَهَا وَهِي صَائِمَة وَلَيْسَ فِي بَيتهَا إِلَّا رغيف فَقَالَت لمولاة لَهَا أعطيها إِيَّاه فَقَالَت لَيْسَ لَك مَا تفطرين عَلَيْهِ فَقَالَت أعطيها إِيَّاه
قَالَت فَفعلت فَلَمَّا أمسينا أهْدى لَهَا أهل بَيت أَو إِنْسَان مَا كَانَ يهدي لَهَا شَاة وكفنها فدعتها عَائِشَة فَقَالَت كلي من هَذَا خير من قرصك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৯২ | মুসলিম বাংলা