আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২৮৯
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১২৮৯. হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: দান আল্লাহর ক্রোধাগ্নিকে নিভিয়ে দেয় এবং মন্দ মৃত্যুকে রোধ করে।
(তিরমিযী ও ইব্ন হিব্বান 'সহীহে'; তিরমিযী বলেন, হাদীসটি হাসান-গরীব। ইনুল মুবারক কিতাবুল বির-এ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসটির শেষ অংশ এভাবে বর্ণনা করেছেনঃ "নিশ্চয়ই আল্লাহ তা'আলা দানের বদৌলতে অপমৃত্যুর সত্তরটি দরজা বন্ধ করে দেন।")
(তিরমিযী ও ইব্ন হিব্বান 'সহীহে'; তিরমিযী বলেন, হাদীসটি হাসান-গরীব। ইনুল মুবারক কিতাবুল বির-এ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসটির শেষ অংশ এভাবে বর্ণনা করেছেনঃ "নিশ্চয়ই আল্লাহ তা'আলা দানের বদৌলতে অপমৃত্যুর সত্তরটি দরজা বন্ধ করে দেন।")
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1289 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الصَّدَقَة لتطفىء غضب الرب وتدفع ميتَة السوء
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب وروى ابْن الْمُبَارك فِي كتاب الْبر شطره الْأَخير وَلَفظه إِن الله ليدرأ بِالصَّدَقَةِ سبعين بَابا من ميتَة السوء
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب وروى ابْن الْمُبَارك فِي كتاب الْبر شطره الْأَخير وَلَفظه إِن الله ليدرأ بِالصَّدَقَةِ سبعين بَابا من ميتَة السوء
