আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৮৮
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১২৮৮. হযরত মুয়ায ইব্‌ন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি নবী করীম (সা) এর সাথে এক সফরে ছিলাম। অতঃপর মুয়ায এক দীর্ঘ হাদীসের উল্লেখ করে বলেন যে, শেষে রাসূলুল্লাহ্ (সা) আমাকে বললেন: আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের সন্ধান দেব না? আমি বললাম, জী হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন: সাওম হচ্ছে ঢাল, আর দান গুনাহকে এভাবে মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেন এবং তিনি বলেন, হাদীসটি হাসান-সহীহ। পূর্ণ হাদীসটি 'চুপ থাকা' পরিচ্ছেদে আসবে। ইন হিব্বান সূত্রে হযরত জাবির (রা) থেকে এ হাদীসটি ইনশা আল্লাহ্ কিতাবুল কাযায় আসবে।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1288 - وَعَن معَاذ بن جبل قَالَ كنت مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي سفر فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ فِيهِ ثمَّ قَالَ يَعْنِي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَلا أدلك على أَبْوَاب الْخَيْر
قلت بلَى يَا رَسُول الله
قَالَ الصَّوْم جنَّة وَالصَّدَََقَة تطفىء الْخَطِيئَة كَمَا يطفىء المَاء النَّار

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَيَأْتِي بِتَمَامِهِ فِي الصمت وَهُوَ عِنْد ابْن حبَان من حَدِيث جَابر فِي حَدِيث يَأْتِي فِي كتاب الْقَضَاء إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৮৮ | মুসলিম বাংলা