আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৮৭
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১২৮৭. হযরত কা'ব ইব্‌ন উজরাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) একবার বললেনঃ হে কা'ব ইব্‌ন উজরাহ! মনে রেখো, হারাম খাদ্যের দ্বারা উৎপন্নজাত মাংস ও রক্ত জান্নাতে যাবে না, বরং জাহান্নামই এর বেশি উপযোগী। হে কা'ব ইব্‌ন উজরা! মানুষ প্রভাতকালে ঘর থেকে ছুটে রওয়ানা হয়। অতঃপর কেউতো নিজেকে মুক্ত করে আনে। আর কেউ বন্দী করে ফেলে। হে কা'ব ইব্‌ন্ 'উজরা! নামায নৈকট্য লাভের মাধ্যম, রোযা ঢাল, আর দান গুনাহকে এভাবে মিটিয়ে দেয়, যেমন দ্রুতগামী অশ্বারোহী পিচ্ছিল পথ অতিক্রম করে।
(ইব্‌ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1287 - وَعَن كَعْب بن عجْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا كَعْب بن عجْرَة إِنَّه لَا يدْخل الْجنَّة لحم وَدم نبتا على سحت النَّار أولى بِهِ
يَا كَعْب بن عجْرَة النَّاس غاديان فغاد فِي فكاك نَفسه فمعتقها وغاد فموثقها
يَا كَعْب بن عجْرَة الصَّلَاة قرْبَان وَالصَّوْم جنَّة وَالصَّدَََقَة تطفىء الْخَطِيئَة كَمَا يذهب الجليد على الصَّفَا

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৮৭ | মুসলিম বাংলা