আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২৮৬
অধ্যায়ঃ সদকা
দান-খয়রাতের উৎসাহ দান, সামর্থ্যহীন ব্যক্তির প্রয়াস ও ওয়াজিব না হওয়া সত্ত্বেও দান প্রসংগ
১২৮৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সা) কা'ব ইব্ন উজরাহ-এর প্রতি লক্ষ্য করে একথা বলতে শুনেছেন: হে কা'ব ইব্ন 'উজরা। নামায আল্লাহর নৈকট্যলাভের মাধ্যম, সাওম হল ঢাল, আর দান মানুষের গুনাহ এভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। হে কা'ব ইব্ন 'উজরা! মানুষ প্রভাতকালে ঘর থেকে বেরিয়ে যায় এবং কেউ তো নিজেকে বিক্রি করে ফেলে অর্থাৎ নিজের ঘাড় বেঁধে ফেলে। আর কেউ ঘাড় মুক্ত করে নিজেকে ক্রয় করে ফিরে আসে।
(হাদীসটি আবূ ইয়ালা সহীহ সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবূ ইয়ালা সহীহ সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الصَّدَقَة والحث عَلَيْهَا وَمَا جَاءَ فِي جهد الْمقل وَمن تصدق بِمَا لَا يجب
1286 - وَعَن جَابر رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لكعب بن عجْرَة يَا كَعْب بن عجْرَة الصَّلَاة قرْبَان وَالصِّيَام جنَّة وَالصَّدَََقَة تطفىء الْخَطِيئَة كَمَا يطفىء المَاء النَّار يَا كَعْب بن عجْرَة النَّاس غاديان فبائع نَفسه فموثق رقبته ومبتاع نَفسه فِي عتق رقبته
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد صَحِيح
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد صَحِيح