আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৬৬
আল্লাহর কাছে জান্নাত ব্যতীত অন্য কিছু যাঞ্চাকারীর প্রতি ভীতি প্রদর্শন এবং নিষিদ্ধ বস্তু আল্লাহর নামে যাঞ্চা করার প্রতি ভীতি প্রদর্শন
১২৬৬. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সা) বলেছেন: আমি কি তোমাদের সর্বাপেক্ষা নিকৃষ্ট লোক সম্পর্কে অবহিত করব না? সে ঐ ব্যক্তি, যার কাছে আল্লাহর নামে কিছু চাওয়া হয়, অথচ সে তাকে দান করে না।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন: এ হাদীসটি হাসান-গরীব। নাসাঈ এবং ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। ইনশা আল্লাহ 'জিহাদ' অধ্যায়ে সে বিষয়ে আরো হাদীস আসবে।)
ترهيب السَّائِل أَن يسْأَل بِوَجْه الله غير الْجنَّة وترهيب المسؤول بِوَجْه الله أَن يمْنَع
1266 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَلا أخْبركُم بشر النَّاس رجل يسْأَل بِاللَّه وَلَا يُعْطي

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه فِي آخر حَدِيث يَأْتِي فِي الْجِهَاد إِن شَاءَ الله تَعَالَى
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৬৬ | মুসলিম বাংলা