আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৬৫
অধ্যায়ঃ সদকা
আল্লাহর কাছে জান্নাত ব্যতীত অন্য কিছু যাঞ্চাকারীর প্রতি ভীতি প্রদর্শন এবং নিষিদ্ধ বস্তু আল্লাহর নামে যাঞ্চা করার প্রতি ভীতি প্রদর্শন
১২৬৫. হযরত আবু উবায়দা (রা)-এর মুক্তদাস রিফাআ'(র)-এর সূত্রে রাফি' (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর নামে (মানুষের কাছে) কিছু চায়, সে অভিশপ্ত এবং ঐ ব্যক্তিও অভিশপ্ত, যার কাছে (আল্লাহর নামে) চাওয়া হয়, অথচ সে তাকে তাড়িয়ে দেয়।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
ترهيب السَّائِل أَن يسْأَل بِوَجْه الله غير الْجنَّة وترهيب المسؤول بِوَجْه الله أَن يمْنَع
1265 - وَرُوِيَ عَن أبي عُبَيْدَة مولى رِفَاعَة عَن رَافع رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَلْعُون من سَأَلَ بِوَجْه الله وملعون من سُئِلَ بِوَجْه الله فَمنع سائله

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান