আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৬৪
আল্লাহর কাছে জান্নাত ব্যতীত অন্য কিছু যাঞ্চাকারীর প্রতি ভীতি প্রদর্শন এবং নিষিদ্ধ বস্তু আল্লাহর নামে যাঞ্চা করার প্রতি ভীতি প্রদর্শন
১২৬৪. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর নামে আশ্রয় প্রার্থনা করে, তোমরা তাকে আশ্রয় দেবে। আর যে ব্যক্তি আল্লাহর নামে কিছু চায়, তাকে কিছু দান করবে। আর যে ব্যক্তি তোমাদের দাওয়াত দেয়, তোমরা তার দাওয়াতে সাড়া দিবে। যে ব্যক্তি তোমাদের সাথে সদ্ব্যবহার করবে, তোমরা তার বিনিময় দিবে। যদি বিনিময় দেওয়ার সামর্থ্য না থাকে, তবে তার জন্য দু'আ করবে- যাতে তোমরা বুঝতে পার যে, তোমরা তাদের বিনিময় দিয়েছ।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম হাকিম (র) বলেন: হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
ترهيب السَّائِل أَن يسْأَل بِوَجْه الله غير الْجنَّة وترهيب المسؤول بِوَجْه الله أَن يمْنَع
1264 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من استعاذ بِاللَّه فأعيذوه وَمن سَأَلَ بِاللَّه فَأَعْطوهُ وَمن دعَاكُمْ فأجيبوه وَمن صنع إِلَيْكُم مَعْرُوفا فكافئوه فَإِن لم تَجدوا مَا تكافئوه فَادعوا لَهُ حَتَّى تروا أَنكُمْ قد كافأتموه

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৬৪ | মুসলিম বাংলা