আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২৬৩
অধ্যায়ঃ সদকা
আল্লাহর কাছে জান্নাত ব্যতীত অন্য কিছু যাঞ্চাকারীর প্রতি ভীতি প্রদর্শন এবং নিষিদ্ধ বস্তু আল্লাহর নামে যাঞ্চা করার প্রতি ভীতি প্রদর্শন
১২৬৩. হযরত আবু মূসা আশআরী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছেন: যে ব্যক্তি (মানুষের কাছে) আল্লাহর নামে চায়, সে অভিশপ্ত এবং অভিশপ্ত ঐ ব্যক্তিও, যার কাছে আল্লাহর নামে চাওয়া হয়, অথচ সে তাকে দান করে না। তবে নিকৃষ্ট বস্তু চাইলে তা ভিন্ন কথা।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। তিনি যাদের সূত্রে হাদীস বর্ণনা করেন, তাঁরা বিশুদ্ধ বর্ণনাকারী। তবে তাঁর শায়খ ইয়াহ্ইয়া ইবন উসমান ইবন সালিহ (র)-এর বিশ্বস্ততা নিয়ে মুহাদ্দিস মহলে ভিন্ন অভিমত রয়েছে।)
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। তিনি যাদের সূত্রে হাদীস বর্ণনা করেন, তাঁরা বিশুদ্ধ বর্ণনাকারী। তবে তাঁর শায়খ ইয়াহ্ইয়া ইবন উসমান ইবন সালিহ (র)-এর বিশ্বস্ততা নিয়ে মুহাদ্দিস মহলে ভিন্ন অভিমত রয়েছে।)
كتاب الصَّدقَات
ترهيب السَّائِل أَن يسْأَل بِوَجْه الله غير الْجنَّة وترهيب المسؤول بِوَجْه الله أَن يمْنَع
1263 - عَن أبي مُوسَى الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَلْعُون من سَأَلَ بِوَجْه الله وملعون من سُئِلَ بِوَجْه الله ثمَّ منع سائله مَا لم يسْأَل هجرا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح إِلَّا شَيْخه يحيى بن عُثْمَان بن صَالح وَهُوَ ثِقَة وَفِيه كَلَام
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح إِلَّا شَيْخه يحيى بن عُثْمَان بن صَالح وَهُوَ ثِقَة وَفِيه كَلَام
বর্ণনাকারী: