আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২৬২
সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৬২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) বলেছেন: বিত্তবান ব্যক্তির দান, অভাবগ্রস্ত ব্যক্তির দান গ্রহণ হতে অধিক উত্তম নয়।
(তাবারানী 'আওসাত' ও ইবন হিব্বান 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী 'আওসাত' ও ইবন হিব্বান 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1262 - وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَا الَّذِي يُعْطي بسعة بأعظم أجرا من الَّذِي يقبل إِذا كَانَ مُحْتَاجا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَابْن حبَان فِي الضُّعَفَاء
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَابْن حبَان فِي الضُّعَفَاء
