আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৬৭
আল্লাহর কাছে জান্নাত ব্যতীত অন্য কিছু যাঞ্চাকারীর প্রতি ভীতি প্রদর্শন এবং নিষিদ্ধ বস্তু আল্লাহর নামে যাঞ্চা করার প্রতি ভীতি প্রদর্শন
১২৬৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমি কি তোমাদের নিকৃষ্ট সৃষ্টি সম্পর্কে অবহিত করব না? সাহাবায়ে কিরাম (রা) বললেনঃ হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেনঃ সে তো ঐ ব্যক্তি, যার কাছে আল্লাহর নামে কিছু চাওয়া হয়, অথচ সে দান করে না।
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন।)
ترهيب السَّائِل أَن يسْأَل بِوَجْه الله غير الْجنَّة وترهيب المسؤول بِوَجْه الله أَن يمْنَع
1267 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أخْبركُم بشر الْبَريَّة قَالُوا بلَى يَا رَسُول الله قَالَ الَّذِي يسْأَل بِاللَّه وَلَا يُعْطي

رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৬৭ | মুসলিম বাংলা