আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২৫৯
সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৫৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি বিনা চাওয়ায় কারো কাছ থেকে কিছু লাভ করে, সে যেন তা গ্রহণ করে। কেননা তা ঐ রিযক, যা আল্লাহ তা'আলা তার জন্য নির্ধারণ করে রেখেছেন।
(এ বর্ণনাটি সহীহ এবং দলীলরূপে গ্রহণ করা যায়।)
(এ বর্ণনাটি সহীহ এবং দলীলরূপে গ্রহণ করা যায়।)
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1259 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من آتَاهُ الله شَيْئا من هَذَا المَال من غير أَن يسْأَله فليقبله فَإِنَّمَا هُوَ رزق سَاقه الله إِلَيْهِ
وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
