আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৬০
সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৬০. হযরত আবিদ ইবন আমর (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি বিনা চাওয়ায় ও বিনালোভে রিযক প্রাপ্ত হয়, সে যেন এরদ্বারা তার রিযকে প্রাচুর্য আনে। আর যদি সে ধনী হয়, তাহলে সে যেন তার চেয়ে অভাবী ব্যক্তিকে তা দান করে।
(আহমদ, তাবারানী ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। আহমদের সনদ উত্তম ও শক্তিশালী। আবদুল্লাহ ইবন আহমদ ইবন হাম্বল (র) বলেন: আমি আমার পিতার কাছে বিনালোভে প্রাপ্তি বিষয়ক মাসআলা জানতে চাইলাম। তিনি বললেন, তোমার মনে মনে এই কথা বলা যে, অচিরেই অমুক আমার কাছে আসবে, অমুক অনতিবিলম্বে আমার কাছে এসে পৌঁছবে।)
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1260 - وَعَن عَابِد بن عَمْرو رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من عرض لَهُ من هَذَا الرزق شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فليتوسع بِهِ فِي رزقه فَإِن كَانَ غَنِيا فليوجهه إِلَى من هُوَ أحْوج إِلَيْهِ مِنْهُ

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَإسْنَاد أَحْمد جيد قوي
قَالَ عبد الله بن أَحْمد بن حَنْبَل رَحمَه الله سَأَلت أبي مَا الاستشراف قَالَ تَقول فِي نَفسك سيبعث إِلَيّ فلَان سيصلني فلَان
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৬০ | মুসলিম বাংলা