আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৫৮
অধ্যায়ঃ সদকা
সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৫৮. হযরত খালিদ ইবন আলী জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: যে ব্যক্তি তার ভাইয়ের কাছ থেকে বিনা চাওয়ায় ও লোভবিহীন অবস্থায় কিছু লাভ করে, সে যেন তা গ্রহণ করে এবং ফিরিয়ে না দেয়। কেননা তা ঐ রিযক , যা আল্লাহ তা'আলা তার জন্য নির্ধারণ করে রেখেছেন।
(আহমদ সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেন। আবু ইয়ালা, তাবারানী, ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে ও হাকিমও হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি সহীহ সনদে বর্ণিত।)
كتاب الصَّدقَات
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1258 - وَعَن خَالِد بن عَليّ الْجُهَنِيّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من بلغه عَن أَخِيه مَعْرُوف من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فليقبله وَلَا يردهُ فَإِنَّمَا هُوَ رزق سَاقه الله عز وَجل إِلَيْهِ

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান