আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২৫৭
সওয়াল ব্যতীত যা আসে এবং বিনা লোভে যা পাওয়া যায়, তা গ্রহণ করার প্রতি অনুপ্রেরণা, যদি সে মুখাপেক্ষী হয় এবং ধনী হওয়া সত্ত্বেও তা প্রত্যাখান করার প্রতি নিষেধাজ্ঞা
১২৫৭. হযরত ওয়াসিল ইবন হাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম: ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে বলেছেন যে, কোন মানুষের কাছে তোমার কিছু না চাওয়াই উত্তম। তিনি বলেন: সে তো হল তোমার ভিক্ষাবৃত্তি অবলম্বনের কথা। বিনা চাওয়ায় আল্লাহ তোমাকে যা দান করেন, তা ঐ রিযক, যা আল্লাহ তা'আলা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন।
(তাবারানী ও আবু ইয়ালা ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেন।)
(তাবারানী ও আবু ইয়ালা ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেন।)
ترغيب من جَاءَهُ شَيْء من غير مَسْأَلَة وَلَا إشراف نفس فِي قبُوله سِيمَا إِن كَانَ مُحْتَاجا وَالنَّهْي عَن رده وَإِن كَانَ غَنِيا عَنهُ
1257 - وَعَن وَاصل بن الْحطاب رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله قد قلت لي إِن خيرا لَك أَن لَا تسْأَل أحدا من النَّاس شَيْئا
قَالَ إِنَّمَا ذَاك أَن تسْأَل
وَمَا آتاك الله من غير
مَسْأَلَة فَإِنَّمَا هُوَ رزق رزقكه الله
رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو يعلى بِإِسْنَاد لَا بَأْس بِهِ
قَالَ إِنَّمَا ذَاك أَن تسْأَل
وَمَا آتاك الله من غير
مَسْأَلَة فَإِنَّمَا هُوَ رزق رزقكه الله
رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو يعلى بِإِسْنَاد لَا بَأْس بِهِ
