আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২৫২
দাতার অসন্তুষ্ট চিত্তের দান গ্রহণের প্রতি ভীতি প্রদর্শন
১২৫২. হযরত আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ (সা) আমাদের মাঝে সোনা বন্টন করছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে বলল: ইয়া রাসূলাল্লাহ! আমাকে দান করুন। তিনি তাকে দান করলেন। এরপর সে বলল: আমাকে বাড়িয়ে দিন। তিনি তাকে তিনবার বাড়িয়ে দিলেন। এরপর সে চলে গেল। তখন রাসূলুল্লাহ (সা) বললেন: আমার নিকট এক ব্যক্তি এলো। সে আমার কাছে চাওয়ায় আমি তাকে দান করলাম। তারপর সে চাওয়ায় তাকে তিনবার দান করলাম। এরপর সে চলে গেল। প্রকৃতপক্ষে সে তার কাপড়ের আঁচলে আগুন নিয়ে তার পরিবারের নিকট চলে গেল।
(ইবন হিব্বান 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من أَخذ مَا دفع من غير طيب نفس الْمُعْطِي
1252 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ بَيْنَمَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يقسم ذَهَبا إِذْ أَتَاهُ رجل فَقَالَ يَا رَسُول الله أَعْطِنِي فَأعْطَاهُ ثمَّ قَالَ زِدْنِي فزاده ثَلَاث مَرَّات ثمَّ ولى مُدبرا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يأتيني الرجل فيسألني فَأعْطِيه ثمَّ يسألني فَأعْطِيه ثَلَاث مَرَّات ثمَّ ولى مُدبرا وَقد جعل فِي ثَوْبه نَارا إِذا انْقَلب إِلَى أَهله
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه


বর্ণনাকারী: