আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২৫১
দাতার অসন্তুষ্ট চিত্তের দান গ্রহণের প্রতি ভীতি প্রদর্শন
১২৫১. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ এক ব্যক্তি আমার কাছে এসে চাইল, আর আমি তাকে দান করলাম এবং সে চলে গেল। প্রকৃতপক্ষে সে তার পাঁজরে কেবল আগুন বহন করে নিয়ে গেল।
(ইবন হিব্বান 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من أَخذ مَا دفع من غير طيب نفس الْمُعْطِي
1251 - وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا
قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الرجل يأتيني فيسألني فَأعْطِيه فَينْطَلق وَمَا يحمل فِي حضنه إِلَّا النَّار
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الرجل يأتيني فيسألني فَأعْطِيه فَينْطَلق وَمَا يحمل فِي حضنه إِلَّا النَّار
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
