আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২৫৩
দাতার অসন্তুষ্ট চিত্তের দান গ্রহণের প্রতি ভীতি প্রদর্শন
১২৫৩. হযরত উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ (সা) এর কাছে গিয়ে বললেন: ইয়া রাসূলাল্লাহ! আমি এক ব্যক্তিকে শুকরিয়া আদায় করতে দেখেছি এবং সে আলোচনা করছে যে, আপনি তাকে দুটো দীনার দান করেছেন।' রাসূলুল্লাহ (সা) বললেন: কিন্তু অমুক ব্যক্তির কি হল, আমি তাকে দশ থেকে একশ' দীনার দান করেছি। তোমাদের কেউ যখন সম্পদ বগলদাবা করে নিজ প্রয়োজন দেখিয়ে আমার কাছ থেকে কিছু নেয়, সে তো প্রকৃতপক্ষে আগুন নিয়ে যায়। তিনি [উমর (রা) বললেন]: আমি জিজ্ঞেস করলাম: ইয়া রাসূলাল্লাহ! আপনি তাদের কেন দান করেন? তিনি বললেন: তারা আমার কাছে চাওয়াতে বাড়াবাড়ি করে, অথচ আল্লাহ তা'আলা আমার জন্য কৃপণতা পসন্দ করেন না।
(ইবনে হিব্বানের 'সহীহ' গ্রন্থে এবং আহমদ ও আবূ ইয়ালা হযরত আবূ সা'ঈদ (রা)-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি ইতোপূর্বে এসেছে।)
التَّرْهِيب من أَخذ مَا دفع من غير طيب نفس الْمُعْطِي
1253 - وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ أَنه دخل على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله رَأَيْت فلَانا يشْكر يذكر أَنَّك أَعْطيته دينارين فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَكِن فلَانا قد أَعْطيته مَا بَين الْعشْرَة إِلَى الْمِائَة فَمَا شكره وَمَا يَقُوله إِن أحدكُم ليخرج من عِنْدِي بحاجته متأبطها وَمَا هِيَ إِلَّا النَّار
قَالَ قلت يَا رَسُول الله لم تعطهم قَالَ يأبون إِلَّا أَن يَسْأَلُونِي ويأبى الله لي الْبُخْل

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ أَحْمد وَأَبُو يعلى من حَدِيث أبي سعيد وَتقدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২৫৩ | মুসলিম বাংলা