আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২২৩
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১২২৩. আবু সালমা তাঁর পিতা হযরত আবদুর রহমান ইবন আওফ (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) এর কাছে আমার একটি অংগীকারনামা ছিল। বনু কুরায়যা বিজিত হলে অংগীকারনামা পূরণ করবেন এ আশায় আমি তাঁর কাছে আসলাম। এরপর তাঁকে বলতে শুনলাম, যে ব্যক্তি অমুখাপেক্ষী থাকতে চায়, আল্লাহ তা'আলা তাকে প্রাচুর্য দান করেন। আর যে ব্যক্তি অল্পে তুষ্ট, আল্লাহ তা'আলা তাকে পরিতুষ্ট করেন। আমি মনে মনে বললাম: অবশ্যই আমি কিছু চাব না।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মুঈন ও অপরাপর মুহাদ্দিসগণ বলেন, আবু সালামা এ হাদীসটি তাঁর পিতা থেকে শোনেন নি।)
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মুঈন ও অপরাপর মুহাদ্দিসগণ বলেন, আবু সালামা এ হাদীসটি তাঁর পিতা থেকে শোনেন নি।)
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1223 - وَعَن أبي سَلمَة بن عبد الرَّحْمَن بن عَوْف عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ كَانَت لي عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عدَّة فَلَمَّا فتحت قُرَيْظَة جِئْت لينجز إِلَيّ مَا وَعَدَني فَسَمعته يَقُول من يسْتَغْن يُغْنِيه الله وَمن يقنع يقنعه الله فَقلت فِي نَفسِي لَا جرم لَا أسأله شَيْئا
رَوَاهُ الْبَزَّار وَأَبُو سَلمَة لم يسمع من أَبِيه قَالَه ابْن معِين وَغَيره
رَوَاهُ الْبَزَّار وَأَبُو سَلمَة لم يسمع من أَبِيه قَالَه ابْن معِين وَغَيره


বর্ণনাকারী: