আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২২২
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১২২২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমার কাছে প্রথমত তিন ব্যক্তিকে জান্নাতী এবং তিন ব্যক্তিকে জাহান্নামীরূপে পেশ করা হয়েছে। প্রথমত তিনজন জান্নাতী ব্যক্তি হলো : ১. শহীদ, ২. ক্রীতদাস, যে তার রবের ইবাদত নিষ্ঠার সাথে সম্পন্ন করে এবং তার মনিবের কল্যাণ কামনা করে এবং ৩. শুচিতা অবলম্বনকারী, যার পরিবার-পরিজন থাকা সত্ত্বেও সে (ভিক্ষাবৃত্তি থেকে) পবিত্রতা অবলম্বন করে।
(ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে এবং منع الزَّكَاة শীর্ষক অধ্যায়ে পূর্ণ হাদীসটি ইতোপূর্বে আলোচিত হয়েছে।
(ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে এবং منع الزَّكَاة শীর্ষক অধ্যায়ে পূর্ণ হাদীসটি ইতোপূর্বে আলোচিত হয়েছে।
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1222 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عرض عَليّ أول ثَلَاثَة يدْخلُونَ الْجنَّة وَأول ثَلَاثَة يدْخلُونَ النَّار فَأَما أول ثَلَاثَة يدْخلُونَ الْجنَّة فالشهيد وَعبد مَمْلُوك أحسن عبَادَة ربه ونصح لسَيِّده وعفيف متعفف ذُو عِيَال
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَتقدم بِتَمَامِهِ فِي منع الزَّكَاة
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَتقدم بِتَمَامِهِ فِي منع الزَّكَاة
