আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২১৪
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১২১৪. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু নবী (সা) আমাকে সাতটি বিষয়ে উপদেশ দিয়েছেন। তা হলঃ দুঃস্থের প্রতি ভালবাসা, তাদের আপন করে নেয়া, আমার চেয়ে যে অর্থ-সম্পদের দিক থেকে নগণ্য, তার প্রতি দৃষ্টি রেখে শুকরিয়া আদায় করা। আমার চেয়ে অবস্থাসম্পন্ন ব্যক্তির প্রতি যেন আমি না তাকাই, আমার আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক অটুট রাখি যদিও সে যুলুম করে এবং "লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ" অধিক পাঠ করি, আমি যেন তিক্ত হলেও সত্য কথা বলি এবং এ ব্যাপারে আমাকে আল্লাহ সম্পর্কে কোন নিন্দুকের নিন্দা যেন প্রভাব না ফেলে এবং আমি কোন মানুষের কাছে যেন কিছু না চাই।
(আহমদ এবং তাবারানী শা'বী সূত্রে আবু যর (রা) থেকে হাদীসটি বর্ণনা করেন। তবে শা'বী (র) আবু যর (রা) থেকে এ হাদীসটি শোনেন নি।)
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1214 - وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ أَوْصَانِي خليلي صلى الله عَلَيْهِ وَسلم بِسبع بحب الْمَسَاكِين وَأَن أدنو مِنْهُم وَأَن أنظر إِلَى من هُوَ أَسْفَل مني وَلَا أنظر إِلَى من هُوَ فَوقِي وَأَن أصل رحمي وَإِن جفاني وَأَن أَكثر من قَول لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه وَأَن أَتكَلّم بمر الْحق وَلَا تأخذني فِي الله لومة لائم وَأَن لَا أسأَل النَّاس شَيْئا

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من رِوَايَة الشّعبِيّ عَن أبي ذَر وَلم يسمع مِنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২১৪ | মুসলিম বাংলা