আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২১৩
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১২১৩. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহর (সা) বলেছেন: কে (আমার কাছে) বায়আত হবে? রাসূলুল্লাহ (সা) এর মুক্তদাস সাওবান (রা) বলেন: ইয়া রাসূলাল্লাহ! আমাদের বায়আত করান। তিনি বললেনঃ (এ কথার উপর বায়আত হও যে,) কারো কাছে কিছু চাবে না। সাওবান (রা) বললেন: ইয়া রাসূলাল্লাহ! এর জন্য কী পুরস্কার রয়েছে? তিনি বললেন: জান্নাত। সেমতে সাওবান (রা) তাঁর কাছে বায়আত হন। আবু উমামা (রা) বলেন: আমি তাঁকে মক্কায় লোকদের ভীড়ের মাঝে আরোহী অবস্থায় দেখেছি যে, তাঁর চাবুক পড়ে গেছে। কোন কোন সময় লোকদের ঘাড়ের উপর পড়লেও লোকটি যদি তা উঠিয়ে দিত তা তিনি গ্রহণ না করে নীচে নেমে যেতেন এবং তা কুড়িয়ে নিতেন।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে আলী ইবন ইয়াযীদ থেকে, তিনি কাসিম সূত্রে হযরত আবু উমামা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1213 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من يُبَايع فَقَالَ ثَوْبَان مولى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بَايعنَا يَا رَسُول الله
قَالَ على أَن لَا تسْأَل أحدا شَيْئا فَقَالَ ثَوْبَان فَمَا لَهُ يَا رَسُول الله قَالَ الْجنَّة فَبَايعهُ ثَوْبَان
قَالَ أَبُو أُمَامَة فَلَقَد رَأَيْته بِمَكَّة فِي أجمع مَا يكون من النَّاس يسْقط سَوْطه وَهُوَ رَاكب فَرُبمَا وَقع على عاتق رجل فَيَأْخذهُ الرجل فيناوله فَمَا يَأْخُذهُ حَتَّى يكون هُوَ ينزل فَيَأْخذهُ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من طَرِيق عَليّ بن يزِيد عَن الْقَاسِم عَن أبي أُمَامَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২১৩ | মুসলিম বাংলা