আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২১২
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১২১২. ইবন আবু মুলায়কা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর হাত থেকে যখন জীন পড়ে যেত, তখন তিনি উটের উরুতে আঘাত করতেন। উটটি বসে গেলে তিনি তা তুলে নিতেন। তিনি বলেন, তারা তাঁকে বললঃ আপনি আদেশ দিলেই তো আমরা আপনার হাতে তা তুলে দিতে পারতাম।
তিনি বললেনঃ আমার বন্ধু নবী (সা) আমাকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে, আমি কোন মানুষের কাছে যেন কিছু না চাই।
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন। তবে ইবন আবি মুলায়কা (র) আবু বকর সিদ্দীক (রা)-এর সাক্ষাত লাভ করেন নি।)
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1212 - وَعَن ابْن أبي مليكَة قَالَ رُبمَا سقط الخطام من يَد أبي بكر الصّديق رَضِي الله عَنهُ فَيضْرب بِذِرَاع نَاقَته فينيخها فَيَأْخذهُ
قَالَ فَقَالُوا لَهُ أَفلا أمرتنا فنناولكه قَالَ إِن حبي صلى الله عَلَيْهِ وَسلم أَمرنِي أَن لَا أسأَل النَّاس شَيْئا

رَوَاهُ أَحْمد وَابْن أبي مليكَة لم يدْرك أَبَا بكر رَضِي الله عَنهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২১২ | মুসলিম বাংলা