আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২১১
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১২১১. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) আমাকে পাঁচটি বিষয়ে বায়'আত করান এবং আমার থেকে সাতটি বিষয়ের অঙ্গিকার গ্রহণ করেন এবং সাতটি বিষয়ে আল্লাহর উপর সাক্ষ্য দানের কথা বলেন। আমি যেন আল্লাহর ব্যাপারে কোন নিন্দুকের নিন্দায় ভীত-সন্ত্রস্ত না হই। আবুল মুসান্না (র) বলেন, আবু যর (রা) বলেছেন, আমাকে রাসূলুল্লাহ (সা) ডেকে বলেছেন: তুমি কি বায়'আত করবে? (পুরস্কার স্বরূপ) তোমার জন্য রয়েছে জান্নাত। আমি বললামঃ হ্যাঁ এবং এই বলে আমি আমার হাত সম্প্রসারিত করলাম। রাসূলুল্লাহ আমার উপর এই মর্মে শর্তারোপ করলেন যে, আমি যেন লোকদের কাছে কিছু না চাই। আমি বললাম: হ্যাঁ। তিনি বললেনঃ তোমার হাত থেকে যদি চাবুক পড়েও যায়, তবুও (বাহন থেকে) নেমে নিজে তা তুলে নেবে।
অন্য বর্ণনায় আছে যে, নবী (সা) বলেছেন: ছয়দিন, এরপর হে আবু যর! তুমি চিন্তা কর তোমাকে কি বলা যেতে পারে। সপ্তম দিনে বললেনঃ তোমার গোপনীয় ও প্রকাশ্য উভয়বিধ কাজে আল্লাহ-ভীতি অবলম্বনের আমি নির্দেশ দিচ্ছি। যখন তুমি পাপ কাজ কর, তখন সৎকাজ করে তার প্রতিবিধান করে নেবে এবং কারো কাছে কিছুই চাবে না, যদি তোমার চাবুকও পড়ে যায়। আর কখনও আমানত আটকে রাখবে না।
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন এবং তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
অন্য বর্ণনায় আছে যে, নবী (সা) বলেছেন: ছয়দিন, এরপর হে আবু যর! তুমি চিন্তা কর তোমাকে কি বলা যেতে পারে। সপ্তম দিনে বললেনঃ তোমার গোপনীয় ও প্রকাশ্য উভয়বিধ কাজে আল্লাহ-ভীতি অবলম্বনের আমি নির্দেশ দিচ্ছি। যখন তুমি পাপ কাজ কর, তখন সৎকাজ করে তার প্রতিবিধান করে নেবে এবং কারো কাছে কিছুই চাবে না, যদি তোমার চাবুকও পড়ে যায়। আর কখনও আমানত আটকে রাখবে না।
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন এবং তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1211 - وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ بايعني رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خمْسا وأوثقني سبعا وَأشْهد الله عَليّ سبعا أَن لَا أَخَاف فِي الله لومة لائم قَالَ أَبُو الْمثنى قَالَ أَبُو ذَر فدعاني رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ هَل لَك إِلَى الْبيعَة وَلَك الْجنَّة قلت نعم وَبسطت يَدي فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ يشْتَرط عَليّ أَن لَا أسأَل النَّاس شَيْئا قلت نعم
قَالَ وَلَا سَوْطك إِن سقط مِنْك حَتَّى تنزل فتأخذه
وَفِي رِوَايَة أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ سِتَّة أَيَّام ثمَّ اعقل يَا أَبَا ذَر مَا يُقَال لَك بعد فَلَمَّا كَانَ الْيَوْم السَّابِع قَالَ أوصيك بتقوى الله فِي سر أَمرك وعلانيته وَإِذا أَسَأْت فَأحْسن وَلَا تسألن أحدا شَيْئا وَإِن سقط سَوْطك وَلَا تقبضن أَمَانَة
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات
قَالَ وَلَا سَوْطك إِن سقط مِنْك حَتَّى تنزل فتأخذه
وَفِي رِوَايَة أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ سِتَّة أَيَّام ثمَّ اعقل يَا أَبَا ذَر مَا يُقَال لَك بعد فَلَمَّا كَانَ الْيَوْم السَّابِع قَالَ أوصيك بتقوى الله فِي سر أَمرك وعلانيته وَإِذا أَسَأْت فَأحْسن وَلَا تسألن أحدا شَيْئا وَإِن سقط سَوْطك وَلَا تقبضن أَمَانَة
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات


বর্ণনাকারী: