আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২১০
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১২১০. হযরত আবূ আবদুর রহমান আওফ ইবন মালিক আশ'জাঈ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নয়জন বা আটজন কিংবা সাতজন লোক রাসূলুল্লাহ (সা) এর খিদমতে উপস্থিত ছিলাম। তিনি বললেন: তোমরা কি রাসূলুল্লাহ (সা) এর কাছে বায়'আত গ্রহণ করবে? অথচ কিছু দিন আগে আমরা তাঁর কাছে বায়'আত গ্রহণ করেছিলাম। তাই আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা তো আপনার কাছে বায়'আত হয়েছি। রাবী বলেন, তিনি আবার বললেন: তোমরা কি রাসূলুল্লাহ (সা) এর কাছে বায়'আত হবে না? আমরা আমাদের হাত বাড়িয়ে দিলাম এবং বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা তো আপনার কাছে বায়'আত হয়েছি, কাজেই এখন আবার কিসের উপর বায়আত গ্রহণ করব? তিনি বললেনঃ তোমরা (এই বিষয়ে বায়'আত গ্রহণ কর যে,) আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সংগে কাউকে শরীক করবে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর (বিধানের) আনুগত্য করবে, তারপর তিনি ফিসফিস করে একটি কথা বললেন: মানুষের কাছে সওয়াল করবে না। রাবী বলেনঃ আমি এই দলের কোন কোন ব্যক্তিকে দেখেছি, যে বাহনের পিঠ থেকে চাবুক পড়ে গেলেও চাবুকটি উঠিয়ে দেয়ার জন্য কাউকে অনুরোধ করত না।
(মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং নাসাঈ সংক্ষেপে বর্ণনা করেন।)
(মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং নাসাঈ সংক্ষেপে বর্ণনা করেন।)
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1210 - وَعَن أبي عبد الرَّحْمَن عَوْف بن مَالك الْأَشْجَعِيّ رَضِي الله عَنهُ قَالَ كُنَّا عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تِسْعَة أَو ثَمَانِيَة أَو سَبْعَة فَقَالَ أَلا تُبَايِعُونَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَكُنَّا حَدِيث عهد ببيعة فَقُلْنَا قد بايعناك يَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ قَالَ أَلا تُبَايِعُونَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فبسطنا أَيْدِينَا وَقُلْنَا قد بايعناك يَا رَسُول الله فعلام نُبَايِعك قَالَ أَن تعبدوا الله وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئا والصلوات الْخمس وتطيعوا وَأسر كلمة خُفْيَة وَلَا تسألوا النَّاس
فَلَقَد رَأَيْت بعض أُولَئِكَ النَّفر يسْقط سَوط أحدهم فَمَا يسْأَل أحدا يناوله إِيَّاه
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ بِاخْتِصَار
فَلَقَد رَأَيْت بعض أُولَئِكَ النَّفر يسْقط سَوط أحدهم فَمَا يسْأَل أحدا يناوله إِيَّاه
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ بِاخْتِصَار
