আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২০৯
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১২০৯. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আব্বাস (রা)-কে বললাম: আপনি আমাকে যাকাত আদায়কারী নিযুক্ত করার ব্যাপারে নবী (সা) এর কাছে আবেদন করুন। তিনি আবেদন করলেন। তখন নবী বললেন: আমি তোমাকে লোকের পাপরাশির অবশিষ্ট আদায়কারী নিযুক্ত করব না।
(ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1209 - وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ قلت للْعَبَّاس سل النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يستعملك على الصَّدَقَة فَسَأَلَهُ قَالَ مَا كنت لاستعملك على غسالة ذنُوب النَّاس

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২০৯ | মুসলিম বাংলা