আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১২০৮
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১২০৮. আসলাম (র) থেকে বর্ণিত। তিনি বলেন: আমাকে হযরত আবদুল্লাহ ইবন আরকাম (রা) বললেনঃ আমাকে একটি সদকার উট দেখাও, আমি বাহনের জন্য আমীরুল মুমিনের কাছে তা প্রার্থনা করব। আমি বললামঃ হ্যাঁ, সদকার উট রয়েছে। আবদুল্লাহ ইবন আরকাম (রা) বললেন: তুমি কি একথা পসন্দ কর যে, একজন বলিষ্ঠদেহী লোক গরমের দিন চাদরের মধ্যকার এবং বগলের নীচের ময়লাসহ সমস্ত শরীর ধৌত করল। সেই গোসলের ময়লা পানি তোমাকে পান করার জন্য দান করল এবং তুমি তা পান করলে? আমি একথা শুনে ক্ষুব্ধ হলাম। আমি বললামঃ আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আপনি আমাকে এমন কথা কেন বললেন? জবাবে তিনি বললেন: সদকার মাল মানুষের শরীরের আবর্জনা স্বরূপ, যে আবর্জনা মানুষ ধৌত করে।
(হাদীসটি মালিক বর্ণনা করেছেন।)
(হাদীসটি মালিক বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1208 - وَعَن أسلم قَالَ قَالَ لي عبد الله بن الأرقم أدللني على بعير من العطايا أستحمل عَلَيْهِ أَمِير الْمُؤمنِينَ
قلت نعم جمل من إبل الصَّدَقَة فَقَالَ عبد الله بن الأرقم أَتُحِبُّ لَو أَن رجلا بادنا فِي يَوْم حَار غسل مَا تَحت إزَاره ورفغيه ثمَّ أعطاكه فَشَربته
قَالَ فَغضِبت وَقلت يغْفر الله لَك لم تَقول مثل هَذَا لي قَالَ فَإِنَّمَا الصَّدَقَة أوساخ النَّاس يغسلونها عَنْهُم
رَوَاهُ مَالك
قلت نعم جمل من إبل الصَّدَقَة فَقَالَ عبد الله بن الأرقم أَتُحِبُّ لَو أَن رجلا بادنا فِي يَوْم حَار غسل مَا تَحت إزَاره ورفغيه ثمَّ أعطاكه فَشَربته
قَالَ فَغضِبت وَقلت يغْفر الله لَك لم تَقول مثل هَذَا لي قَالَ فَإِنَّمَا الصَّدَقَة أوساخ النَّاس يغسلونها عَنْهُم
رَوَاهُ مَالك


বর্ণনাকারী: