আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১২০৭
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১২০৭. হযরত হাকীম ইবন হিযাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বাহরায়ন থেকে একটি বাণিজ্য কাফেলা এলো। নবী (সা) হযরত আব্বাস (রা)-কে ডেকে কিছু দান করে বললেনঃ আমি তোমাকে আরও দেব কি? তিনি বললেন: হ্যাঁ। আবার তিনি তাকে দান করে বললেন: আমি তোমাকে আরও দেব কি? তিনি বললেন, হ্যাঁ, তিনি আবার তাকে দান করে বললেন: তোমাকে আরও বাড়িয়ে দিব কি? তিনি বললেন: হ্যাঁ। এরপর তিনি বললেনঃ তোমার পরে অন্যদের জন্য (কিছু) অবশিষ্ট রাখ। পরে আমাকে ডেকে দান করলেন। আমি জিজ্ঞেস করলামঃ ইয়া রাসূলাল্লাহ! এ দান কি আমার জন্য কল্যাণকর, না অনিষ্টকর? তিনি বললেন: না, বরং তোমার জন্য অনিষ্টকর। সেমতে তিনি আমাকে যা দান করেছেন, তা আমি তাঁকে ফিরিয়ে দিলাম। এরপর আমি বললামঃ না, যাঁর হাতে আমার জীবন সমর্পিত, তাঁর শপথ! আপনার পরে আমি আর কারুর থেকে দান গ্রহণ করব না। মুহাম্মদ ইবন সীরীন (র) বলেন, হাকীম (রা) বলেছেন: ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর কাছে আমার বরকতের জন্য দু'আ করুন। তিনি বললেন: হে আল্লাহ! তার হাতের সম্পদে তুমি বরকত দান কর।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1207 - وَرُوِيَ عَن حَكِيم بن حزَام رَضِي الله عَنهُ قَالَ جَاءَ مَال من الْبَحْرين فَدَعَا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الْعَبَّاس رَضِي الله عَنهُ فحفن لَهُ ثمَّ قَالَ أزيدك قَالَ نعم فحفن لَهُ ثمَّ قَالَ أزيدك قَالَ نعم فحفن لَهُ ثمَّ قَالَ أزيدك قَالَ نعم
قَالَ أبق لمن بعْدك ثمَّ دَعَاني فحفن لي فَقلت يَا رَسُول الله خير لي أَو شَرّ لي قَالَ لَا
بل شَرّ لَك فَرددت عَلَيْهِ مَا أَعْطَانِي ثمَّ قلت لَا وَالَّذِي نَفسِي بِيَدِهِ لَا أقبل من أحد عَطِيَّة بعْدك
قَالَ مُحَمَّد بن سِيرِين قَالَ حَكِيم فَقلت يَا رَسُول الله ادْع الله أَن يُبَارك لي
قَالَ اللَّهُمَّ بَارك لَهُ فِي صَفْقَة يَده

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১২০৭ | মুসলিম বাংলা