আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৮৮
পরিচ্ছেদ
১১৮৮. মাওদুদ ইবন হারিস ইবন ইয়াযীদ ইবনে কুরায়ব পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন। একদা তিনি নবী (সা)-এর নিকট এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! বনূ তামীমের এক ব্যক্তি আমার সমুদয় সম্পদ নিয়ে গেছে। সেমতে রাসূলুল্লাহ (সা) আমাকে বললেন: আমার কাছে এমন কিছু নেই যা আমি তোমাকে দান করতে পারি। এরপর তিনি বললেনঃ তুমি কি তোমার জাতির লোকদের নেতা হবে অথবা তিনি বলেছেন: আমি কি তোমাকে তোমার কওমের নেতা নির্বাচিত করব? আমি বললাম: না। তিনি বললেন: সাবধান। নেতা (যালিম) জাহান্নামের অতল গহবরে নিক্ষিপ্ত হবে।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন তিনি বলেনঃ আমি মাওদুদকে চিনি না।)
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন তিনি বলেনঃ আমি মাওদুদকে চিনি না।)
فصل
1188 - وَعَن مودود بن الْحَارِث بن يزِيد بن كريب بن يزِيد بن سيف بن حَارِثَة الْيَرْبُوعي عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ أَنه أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله إِن رجلا من بني تَمِيم
ذهب بِمَالي كُله فَقَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ عِنْدِي مَا أعطيكه ثمَّ قَالَ هَل لَك أَن تعرف على قَوْمك أَو أَلا أعرفك على قَوْمك قلت لَا
قَالَ أما إِن العريف يدْفع فِي النَّار دفعا
رَوَاهُ الطَّبَرَانِيّ ومودود لَا أعرفهُ
ذهب بِمَالي كُله فَقَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ عِنْدِي مَا أعطيكه ثمَّ قَالَ هَل لَك أَن تعرف على قَوْمك أَو أَلا أعرفك على قَوْمك قلت لَا
قَالَ أما إِن العريف يدْفع فِي النَّار دفعا
رَوَاهُ الطَّبَرَانِيّ ومودود لَا أعرفهُ
