আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৮৭
পরিচ্ছেদ
১১৮৭. হযরত মিকদাম ইব্‌ন মা'দি কারিব (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (সা) তার কাঁধে হাত রেখে বললেনঃ হে কুদায়শ! তুমি যদি আমীর, কাতিব (সচিব) এবং নেতা না হয়ে মৃত্যুবরন কর, তাহলে তুমি সফলকাম হবে।
(আবূ দাঊদ হাদীসটি বর্ণনা করেছেন।)
فصل
1187 - وَعَن الْمِقْدَام بن معديكرب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ضرب على مَنْكِبَيْه ثمَّ قَالَ أفلحت يَا قديم إِن مت وَلم تكن أَمِيرا وَلَا كَاتبا وَلَا عريفا

رَوَاهُ أَبُو دَاوُد
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৮৭ | মুসলিম বাংলা