আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৮৬
পরিচ্ছেদ
১১৮৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। নবী (সা) এর পাশ দিয়ে একটি জানাযা গমনকালে তিনি বললেনঃ যদি সে যালিম শাসক না হয়, তবে তার জন্য সুসংবাদ।
(আবু ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন। আল্লাহ চাহে তো এর সনদ উত্তম।)
(আবু ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন। আল্লাহ চাহে তো এর সনদ উত্তম।)
فصل
1186 - وَعَن أنس رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مرت بِهِ جَنَازَة فَقَالَ طُوبَى لَهُ إِن لم يكن عريفا
رَوَاهُ أَبُو يعلى وَإِسْنَاده حسن إِن شَاءَ الله تَعَالَى
رَوَاهُ أَبُو يعلى وَإِسْنَاده حسن إِن شَاءَ الله تَعَالَى
