আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৮৫
পরিচ্ছেদ
১১৮৫. হযরত সা'দ ইব্ন আবী ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ(সা) বলেছেন: জাহান্নামে একটি প্রস্তরখণ্ড রয়েছে, যাকে ওয়ায়েল বলা হয়। যালিম নেতৃবর্গকে তার উপর উঠান হবে এবং ছেড়ে দেয়া হবে।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
فصل
1185 - وَرُوِيَ عَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن فِي النَّار حجرا يُقَال لَهُ ويل يصعد عَلَيْهِ العرفاء وينزلون
رَوَاهُ الْبَزَّار
رَوَاهُ الْبَزَّار
