আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৮৯
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদ
১১৮৯. গালিব কাত্তান (র) থেকে জনৈক ব্যক্তি কর্তৃক বর্ণিত। তিনি পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদা থেকে বর্ণনা করেন যে,একটি কওম পানির কূপের তত্ত্বাবধায়ক ছিল। তাদের কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছল, তখন পানির তত্ত্বাবধায়ক তার কওমকে ইসলামে দীক্ষিত হওয়ার জন্য একশো উট দিল। সেমতে তারা ইসলাম গ্রহণ করলো। আর সে তার কওমের মধ্যে বন্টন করে দিল। পরে তার মনে জাগল যে, সে উটগুলো ফিরিয়ে আনবে। সে তার পুত্রকে নবী-এর নিকট পাঠিয়ে ঘটনাটির বর্ণনা দিল। হাদীসের শেষ পর্যায়ে সে (পুত্র) বললঃ আমার পিতা একজন বয়োবৃদ্ধ লোক এবং তিনি পানির তত্ত্বাবধায়ক। তিনি তার পরে আমাকে তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়ার জন্য আপনার কাছে প্রার্থনা করেছেন। তিনি বললেনঃ নেতৃত্ব একটি দায়িত্ব, মানুষের জন্য নেতার প্রয়োজন। কিন্তু (যালিম) নেতৃবর্গ জাহান্নামী।
(আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি ঐ ব্যক্তি, তার পিতা কিংবা তার দাদা কারো নাম উল্লেখ করেননি।)
(আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি ঐ ব্যক্তি, তার পিতা কিংবা তার দাদা কারো নাম উল্লেখ করেননি।)
كتاب الصَّدقَات
فصل
1189 - وَعَن غَالب الْقطَّان عَن رجل عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ أَن قوما كَانُوا على منهل من المناهل فَلَمَّا بَلغهُمْ الْإِسْلَام جعل صَاحب المَاء لِقَوْمِهِ مائَة من الْإِبِل على أَن يسلمُوا فأسلموا وَقسم الْإِبِل بَينهم وبدا لَهُ أَن يرتجعها فَأرْسل ابْنه إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَذكر الحَدِيث وَفِي آخِره ثمَّ قَالَ إِن أبي شيخ كَبِير وَهُوَ عريف المَاء وَإنَّهُ يَسْأَلك أَن تجْعَل لي العرافة بعده
قَالَ إِن العرافة حق وَلَا بُد للنَّاس من عرافة وَلَكِن العرفاء فِي النَّار
رَوَاهُ أَبُو دَاوُد وَلم يسم الرجل وَلَا أَبَاهُ وَلَا جده
قَالَ إِن العرافة حق وَلَا بُد للنَّاس من عرافة وَلَكِن العرفاء فِي النَّار
رَوَاهُ أَبُو دَاوُد وَلم يسم الرجل وَلَا أَبَاهُ وَلَا جده