আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৮২
পরিচ্ছেদ
১১৮২. হযরত উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ (সা) মাঠে অবস্থান করছিলেন। এ সময় এক আহ্বায়ক তাকে ইয়া রাসূলাল্লাহ বলে ডাক দেয়। তিনি সেদিকে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। এরপর তিনি তাকিয়ে একটি হরিণীকে বাঁধা অবস্থায় দেখতে পান। সে বললো: ইয়া রাসূলাল্লাহ (সা) আপনি আমার কাছে আসুন। সেমতে তিনি তার কাছে যান। তিনি বললেনঃ তোমার কী প্রয়োজন? সে বললো: এই পাহাড়ে আমার দু'টো বাচ্চা রয়েছে, আপনি আমাকে ছেড়ে দিন, যাতে আমি তাদের দুধ খাওয়াতে পারি। এরপর আমি আপনার কাছে ফিরে আসবো। তিনি বললেন: তুমি কি তা করবে? সে বলল: আমি যদি তা না করি, তাহলে আল্লাহ তা'আলা আমাকে টোল আদায়কারীর শান্তি দিবেন। সেমতে তিনি তাকে ছেড়ে দেন। ফলে সে বাচ্চাদের দুধপান করিয়ে ফিরে আসে এবং তিনি আগের মত সেটাকে বেঁধে রাখেন। এমন সময় এক আরাবী এসে বলল ও ইয়া রাসূলাল্লাহ! আপনার কি কোন প্রয়োজন দেখা দিয়েছে? তিনি বললেনঃ হ্যাঁ, এটি ছেড়ে দেওয়া প্রয়োজন। সেমতে সে তাকে ছেড়ে দিল। ফলে সেটি أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَأَنَّك رَسُول الله অর্থাৎ "আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল।" বলতে বলতে চলে গেল।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
فصل
1182 - وَرُوِيَ عَن أم سَلمَة رَضِي الله عَنْهَا قَالَت كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي الصَّحرَاء
فَإِذا مُنَاد يُنَادِيه يَا رَسُول الله فَالْتَفت فَلم ير أحدا ثمَّ الْتفت فَإِذا ظَبْيَة موثقة فَقَالَت ادن مني يَا رَسُول الله فَدَنَا مِنْهَا فَقَالَ مَا حَاجَتك قَالَت إِن لي خشفين فِي هَذَا الْجَبَل فحلني حَتَّى أذهب فأرضعهما ثمَّ أرجع إِلَيْك
قَالَ وتفعلين قَالَت عذبني الله عَذَاب العشار إِن لم أفعل فأطلقها فَذَهَبت فأرضعت خشفيها ثمَّ رجعت فأوثقها وانتبه الْأَعرَابِي فَقَالَ أَلَك حَاجَة يَا رَسُول الله قَالَ نعم تطلق هَذِه فأطلقها فَخرجت تعدو وَهِي تَقول أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَأَنَّك رَسُول الله
رَوَاهُ الطَّبَرَانِيّ
فَإِذا مُنَاد يُنَادِيه يَا رَسُول الله فَالْتَفت فَلم ير أحدا ثمَّ الْتفت فَإِذا ظَبْيَة موثقة فَقَالَت ادن مني يَا رَسُول الله فَدَنَا مِنْهَا فَقَالَ مَا حَاجَتك قَالَت إِن لي خشفين فِي هَذَا الْجَبَل فحلني حَتَّى أذهب فأرضعهما ثمَّ أرجع إِلَيْك
قَالَ وتفعلين قَالَت عذبني الله عَذَاب العشار إِن لم أفعل فأطلقها فَذَهَبت فأرضعت خشفيها ثمَّ رجعت فأوثقها وانتبه الْأَعرَابِي فَقَالَ أَلَك حَاجَة يَا رَسُول الله قَالَ نعم تطلق هَذِه فأطلقها فَخرجت تعدو وَهِي تَقول أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَأَنَّك رَسُول الله
رَوَاهُ الطَّبَرَانِيّ
