আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৮৩
পরিচ্ছেদ
১১৮৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: ধ্বংস হোক (যালিম) শাসকবর্গ, ধ্বংস হোক নেতৃবর্গ এবং ধ্বংস হোক আমানত খিয়ানতকারীগণ। একদল লোক কিয়ামতের দিন ভয়াবহ শাস্তি প্রাপ্তির পর আবার এরূপ আশা করবে যে, যদি তাদের মাথার চুল সুরাইয়া নক্ষত্রের সাথে বেঁধে আসমান ও যমীনের মধ্যে নামান-উঠান হতো (তাহলে কতই না ভাল হতো)! কতই না ভাল হতো, যদি তারা এসব কাজ না করত!
(আহমদ বিভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তবে কোন কোন সূত্রে এটি বিশ্বস্ত রাবীদের মাধ্যমে বর্ণিত।)
فصل
1183 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ويل لِلْأُمَرَاءِ ويل للعرفاء ويل للأمناء ليتمنين أَقوام يَوْم الْقِيَامَة أَن ذوائبهم معلقَة بِالثُّرَيَّا يتذبذبون بَين السَّمَاء وَالْأَرْض وَلم يَكُونُوا عمِلُوا على شَيْء

رَوَاهُ أَحْمد من طرق رُوَاة بَعْضهَا ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৮৩ | মুসলিম বাংলা