আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৮১
পরিচ্ছেদ
১১৮১. হযরত আবুল খায়ের (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মিসরের আমীর মাসলামা ইবনে মাখলাদ (রা) রুয়াইফিঈ ইব্ন সাবিত (রা)-কে উশর আদায়ের দায়িত্ব দেন। তখন তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, নিশ্চয়ই টোল আদায়কারী জাহান্নামী।
(আহমদ হাদীসটি ইবন লাহীয়া সূত্রে এবং তাবারানী অনুরূপ বর্ণনা করেছেন। তিনি অতিরিক্ত يَعْنِي الْعَاشِر উল্লেখ করেন।)
(আহমদ হাদীসটি ইবন লাহীয়া সূত্রে এবং তাবারানী অনুরূপ বর্ণনা করেছেন। তিনি অতিরিক্ত يَعْنِي الْعَاشِر উল্লেখ করেন।)
فصل
1181 - وَعَن أبي الْخَيْر رَضِي الله عَنهُ قَالَ عرض مسلمة بن مخلد وَكَانَ أَمِيرا على مصر على رويفع بن ثَابت رَضِي الله عَنهُ أَن يوليه العشور فَقَالَ إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن صَاحب المكس فِي النَّار
رَوَاهُ أَحْمد من رِوَايَة ابْن لَهِيعَة وَالطَّبَرَانِيّ بِنَحْوِهِ وَزَاد يَعْنِي الْعَاشِر
رَوَاهُ أَحْمد من رِوَايَة ابْن لَهِيعَة وَالطَّبَرَانِيّ بِنَحْوِهِ وَزَاد يَعْنِي الْعَاشِر
