আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৮০
পরিচ্ছেদ
১১৮০. ইমাম তাবারানীর 'মুজামুল কাবীর' গ্রন্থে বর্ণিত আছে যে, আমি রাসুলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ আল্লাহ তা'আলা তাঁর মাখলুককে কাছে টেনে নেন। যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তিনি তাকে ক্ষমা করেন। কেবলমাত্র ব্যভিচারিণী ও টোল আদায়কারী ব্যতীত।
(আহমদ বর্ণিত সনদে আলী ইবন ইয়াযীদ নামে একজন বর্ণনাকারী রয়েছেন। সনদের অপরাপর বর্ণনাকারীগণ বিশুদ্ধ বর্ণনাকারীদের মতই। তবে হাসান (রা) হযরত উসমান (রা) থেকে হাদীসটি শুনেছেন কিনা, এ ব্যাপারে মতভেদ আছে।)
فصل
1180 - وَفِي رِوَايَة لَهُ فِي الْكَبِير أَيْضا سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله تَعَالَى يدنو من خلقه فَيغْفر لمن يسْتَغْفر إِلَّا لبغي بفرجها أَو عشار

وَإسْنَاد أَحْمد فِيهِ عَليّ بن يزِيد وَبَقِيَّة رُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَاخْتلف فِي سَماع الْحسن بن عُثْمَان رَضِي الله عَنهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৮০ | মুসলিম বাংলা