আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৭৮
পরিচ্ছেদ
১১৭৮. হযরত উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছেনঃ টোল আদায়কারী জান্নাতে প্রবেশ করবে না। ইয়াযিদ ইব্‌ন হারূন বলেন, অর্থাৎ العشار যে যাকাত ব্যতীত অপরাপর সামগ্রী গ্রহণ করে।
(আবূ দাউদ, ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থ ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। তাঁরা সবাই মুহাম্মদ ইবন ইসহাক থেকে বর্ণনা করেন। হাকিম বলেনঃ এই হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ। ইমাম মুসলিম (র) মুহাম্মদ ইবন ইসহাক সূত্রে মুতাবাআত বর্ণনা করেন।
আল্লামা বাগাবী (র) বলেন: হাদীসে উল্লেখিত مكس শব্দ দ্বারা বণিকদল রাস্তা অতিক্রমকালে পথে উশর নামে যে টোল আদায় করা হয়, তাকে مكس বলে।)
[হাফিয মুনযিরী (র) বলেন:] কিছু সংখ্যক লোক ব্যবসায়ীদের থেকে বিভিন্ন নামে টোল আদায় করে, যার নির্ধারিত কোন নাম নেই, বরং এরদ্বারা অবৈধভাবে জোরপূর্বক টাকা আদায় করে। এর ফলে তারা তাদের উদরে আগুন প্রবেশ করায়। টোল শব্দ ব্যবহার করে তারা তাদের প্রতিপালকের নিকট তা বৈধ করার যে কৌশল অবলম্বন করে, তা আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। তাদের উপর রয়েছে আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
فصل
1178 - عَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يدْخل صَاحب مكس الْجنَّة
قَالَ يزِيد بن هَارُون يَعْنِي العشار

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم كلهم من رِوَايَة مُحَمَّد بن إِسْحَاق وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط مُسلم كَذَا قَالَ وَمُسلم إِنَّمَا خرج لمُحَمد بن إِسْحَاق فِي المتابعات
قَالَ الْبَغَوِيّ يُرِيد
بِصَاحِب المكس الَّذِي يَأْخُذ من التُّجَّار إِذا مروا عَلَيْهِ مكسا باسم الْعشْر
قَالَ الْحَافِظ أما الْآن فَإِنَّهُم يَأْخُذُونَ مكسا باسم الْعشْر ومكوسا أخر لَيْسَ لَهَا اسْم بل شَيْء يأخذونه حَرَامًا وسحتا ويأكلونه فِي بطونهم نَارا حجتهم فِيهِ داحضة عِنْد رَبهم وَعَلَيْهِم غضب وَلَهُم عَذَاب شَدِيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৭৮ | মুসলিম বাংলা