আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৭৭
আল্লাহ-ভীতির সাথে সদকা করার প্রতি অনুপ্রেরণা এবং তাতে সীমালংঘন ও খিয়ানত করার প্রতি ভীতি প্রদর্শন। যে আত্মবিশ্বাসী নয়, তার আমল বর্জন মুস্তাহাব এবং টোল আদায়কারী, উশরের অতিরিক্ত আদায়কারী এবং নেতৃবর্গ সম্পর্কে
১১৭৭. হযরত জাবির ইবন আতীক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: অচিরেই তোমাদের নিকট এমন যাকাত আদায়কারীগণ আসবে, যাদের আচরণে তোমরা অসন্তুষ্ট হবে। তথাপি তারা যখন তোমাদের নিকট আসবে, তখন তোমরা তাদের স্বাগত জানাবে। এরপর তারা যাকাত স্বরূপ তোমাদের নিকট যা দাবি করে, তোমরা তা দিয়ে দিবে। যদি তারা ইনসাফ করে, তবে তারা এর প্রতিদান পাবে। আর যদি এ ব্যাপারে তারা যুলুম করে, তবে এর জন্য তারা শাস্তিপ্রাপ্ত হবে। তোমরা তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। কেননা তাদের সন্তুষ্টির উপরেই তোমাদের পূর্ণভাবে যাকাত আদায় হওয়া নির্ভর করে। আর (তোমরা তাদের সাথে এমন আচরণ করবে) যাতে তারা তোমাদের জন্য দু'আ করে।
(আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।।)
(আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।।)
التَّرْغِيب فِي الْعَمَل على الصَّدَقَة بالتقوى والترهيب من التَّعَدِّي فِيهَا والخيانة واستحباب ترك الْعَمَل لمن لَا يَثِق بِنَفسِهِ وَمَا جَاءَ فِي المكاسين والعشارين والعرفاء
1177 - وَعَن جَابر بن عتِيك رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ سَيَأْتِيكُمْ ركب مبغضون فَإِذا جاؤوكم فرحبوا بهم وخلوا بَينهم وَبَين مَا يَبْتَغُونَ فَإِن عدلوا فلانفسهم وَإِن ظلمُوا فَعَلَيْهِم وأرضوهم فَإِن تَمام زَكَاتكُمْ رضاهم وليدعوا لكم
رَوَاهُ أَبُو دَاوُد
رَوَاهُ أَبُو دَاوُد


বর্ণনাকারী: