আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৭৬
আল্লাহ-ভীতির সাথে সদকা করার প্রতি অনুপ্রেরণা এবং তাতে সীমালংঘন ও খিয়ানত করার প্রতি ভীতি প্রদর্শন। যে আত্মবিশ্বাসী নয়, তার আমল বর্জন মুস্তাহাব এবং টোল আদায়কারী, উশরের অতিরিক্ত আদায়কারী এবং নেতৃবর্গ সম্পর্কে
১১৭৬. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন। যাকাত আদায়ে সীমালংঘনকারী যাকাত দানে বাধাদানকারীর তুল্য।
(আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ ও ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তাঁরা প্রত্যেককেই সা'দ ইবন সিনান সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেন: এই হাদীসটি গরীব। ইমাম আহমদ ইবন হাম্বল (র) সা'দ ইবন সিনান সম্পর্কে তাঁর নিজস্ব অভিমত ব্যক্ত করে 'যাকাত আদায়ে সীমালংঘনকারী যাকাত দানে বাধাদানকারীর তুল্য' -এই বাণীর ব্যাখ্যায় বলেনঃ
যাকাত আদায়ে বাধাদানকারী এবং যাকাত আদায়ে সীমালংঘনকারী একই ধরনের পাপী।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] সা'দ ইবন সিনান একজন বিশ্বস্ত বর্ণনাকারী। এ বিষয়ে সামনে বিবরণ আসবে।
التَّرْغِيب فِي الْعَمَل على الصَّدَقَة بالتقوى والترهيب من التَّعَدِّي فِيهَا والخيانة واستحباب ترك الْعَمَل لمن لَا يَثِق بِنَفسِهِ وَمَا جَاءَ فِي المكاسين والعشارين والعرفاء
1176 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم المعتدي فِي الصَّدَقَة كمانعها

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه كلهم من رِوَايَة سعد بن سِنَان عَن أنس وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب وَقد تكلم أَحْمد بن حَنْبَل فِي سعد بن سِنَان ثمَّ قَالَ وَقَوله المعتدي فِي الصَّدَقَة كمانعها يَقُول على المعتدي من الْإِثْم كَمَا على الْمَانِع إِذا منع
قَالَ الْحَافِظ وَسعد بن سِنَان وثق كَمَا سَيَأْتِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৭৬ | মুসলিম বাংলা