আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৭৪
আল্লাহ-ভীতির সাথে সদকা করার প্রতি অনুপ্রেরণা এবং তাতে সীমালংঘন ও খিয়ানত করার প্রতি ভীতি প্রদর্শন। যে আত্মবিশ্বাসী নয়, তার আমল বর্জন মুস্তাহাব এবং টোল আদায়কারী, উশরের অতিরিক্ত আদায়কারী এবং নেতৃবর্গ সম্পর্কে
১১৭৪. হযরত আবু রাফি (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ (সা) আসরের সালাত আদায় করে বনু আবদুল আশহালের কাছে গিয়ে কথাবার্তা বলেন, এমন কি এতে মাগরিবের সময় হয়ে যায়। আবু রাফি (রা) বললেন: নবী (সা) তাড়াতাড়ি করে মাগরিবের সালাত আদায় করেন। আমরা জান্নাতুল বাকীর কাছ দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন: তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস। এতে ভয়ে আমার বাহু কেঁপে উঠল। সে মতে আমি পিছনে আসলাম এবং মনে করলাম তিনি আমাকে লক্ষ্য করে বলেছেন। তিনি বললেন: তোমার কী হল? চল। আমি জিজ্ঞেস করলাম: আমি কি কোন দুর্ঘটনা ঘটিয়েছি? তিনি বললেনঃ তোমার কী হল? আমি বললাম: আপনি কি আমার ব্যাপারে আফসোস করছিলেন? তিনি বললেন: না। কিন্তু আমি এই ব্যক্তিকে অমুক গোত্রের নিকট যাকাত আদায়কারী নিযুক্ত করি। সেমতে সে একটি চাদর খিয়ানত করে। ফলে, জাহান্নামে তাকে অনুরূপ চাবুক মারা হচ্ছে।
(নাসাঈ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
(নাসাঈ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي الْعَمَل على الصَّدَقَة بالتقوى والترهيب من التَّعَدِّي فِيهَا والخيانة واستحباب ترك الْعَمَل لمن لَا يَثِق بِنَفسِهِ وَمَا جَاءَ فِي المكاسين والعشارين والعرفاء
1174 - وَعَن أبي رَافع رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا صلى الْعَصْر ذهب إِلَى بني عبد الْأَشْهَل فيتحدث عِنْدهم حَتَّى ينحدر للمغرب
قَالَ أَبُو رَافع فَبَيْنَمَا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مسرع إِلَى الْمغرب مَرَرْنَا بِالبَقِيعِ فَقَالَ أفا لَك أفا لَك فَكبر ذَلِك فِي ذرعي فاستأخرت وظننت أَنه يُرِيدنِي فَقَالَ مَا لَك امش فَقلت أأحدثت حَدثا قَالَ وَمَا لَك قلت أففت بِي قَالَ لَا وَلَكِن هَذَا فلَان بعثته ساعيا على بني فلَان فَغَلَّ نمرة فدرع على مثلهَا من النَّار
رَوَاهُ النَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
قَالَ أَبُو رَافع فَبَيْنَمَا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مسرع إِلَى الْمغرب مَرَرْنَا بِالبَقِيعِ فَقَالَ أفا لَك أفا لَك فَكبر ذَلِك فِي ذرعي فاستأخرت وظننت أَنه يُرِيدنِي فَقَالَ مَا لَك امش فَقلت أأحدثت حَدثا قَالَ وَمَا لَك قلت أففت بِي قَالَ لَا وَلَكِن هَذَا فلَان بعثته ساعيا على بني فلَان فَغَلَّ نمرة فدرع على مثلهَا من النَّار
رَوَاهُ النَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه


বর্ণনাকারী: