আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৭৩
আল্লাহ-ভীতির সাথে সদকা করার প্রতি অনুপ্রেরণা এবং তাতে সীমালংঘন ও খিয়ানত করার প্রতি ভীতি প্রদর্শন। যে আত্মবিশ্বাসী নয়, তার আমল বর্জন মুস্তাহাব এবং টোল আদায়কারী, উশরের অতিরিক্ত আদায়কারী এবং নেতৃবর্গ সম্পর্কে
১১৭৩. হযরত আবূ মাসউদ আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) আমাকে (যাকাত আদায়কারী নিযুক্ত করে) তাড়াতাড়ি প্রেরণ করেন। এরপর তিনি বললেনঃ হে আবু মাসউদ! যাকাতের সম্পদ থেকে তুমি উট খিয়ানত করবে, আর তা ডাকতে থাকবে এবং তুমি তা নিয়ে কিয়ামতের দিন তোমার পিঠে বহন করে উঠবে, আমি যেন তোমাকে এরূপ না পাই। তিনি বলেনঃ আমি বললামঃ আমি যাব না। তিনি বললেন: অবশ্যই আমি তোমাকে যেতে বাধ্য করব না।
(আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الْعَمَل على الصَّدَقَة بالتقوى والترهيب من التَّعَدِّي فِيهَا والخيانة واستحباب ترك الْعَمَل لمن لَا يَثِق بِنَفسِهِ وَمَا جَاءَ فِي المكاسين والعشارين والعرفاء
1173 - وَعَن أبي مَسْعُود الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ قَالَ بَعَثَنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ساعيا ثمَّ قَالَ انْطلق أَبَا مَسْعُود لَا ألفينك تَجِيء يَوْم الْقِيَامَة على ظهرك بعير من إبل الصَّدَقَة لَهُ رُغَاء قد غللته
قَالَ فَقلت إِذا لَا أَنطلق قَالَ إِذا لَا أكرهك
رَوَاهُ أَبُو دَاوُد
قَالَ فَقلت إِذا لَا أَنطلق قَالَ إِذا لَا أكرهك
رَوَاهُ أَبُو دَاوُد


বর্ণনাকারী: